শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Bike accident:মদ্যপ অবস্থায় গতির বলি বাইক আরোহী, আশঙ্কাজনক ১

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পশ্চিম মেদিনীপুর

Bike accident:মদ্যপ অবস্থায় গতির বলি বাইক আরোহী, আশঙ্কাজনক ১নিয়ন্ত্রন হারিয়ে ভয়াবহ বাইক দুর্ঘটনায় (Bike accident) প্রাণ গেল ১জনের, আশঙ্কাজনক আরও এক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেবরা থানার অন্তর্গত মুড়াস্থী এলাকায় এক বাইক আরোহী দূরন্ত গতিতে এসে অপর এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে এবং ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয় বলে খবর। এরপর স্থানীয়দের মারফত ডেবরা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী দূরন্ত গতিতে এবং মদ্যপ অবস্থায় ছিলেন। যার কারণে এমন ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত বাইক আরোহীর নাম রাহুল জানা, বয়স আনুমানিক ২৩ বছর।স্থানীয় বাসিন্দাদের মারফত আরও জানা যায়,ওই যুবক মদ্যপ অবস্থায় প্রথমে ডেবরার লোয়াদা বাজার এলাকায় একটি পানের দোকানে গিয়ে ধাক্কা মারে, যদিও সেখানে যুবকের তেমন কোনো আঘাত না লাগলেও স্থানীয়রা যুবককে ধীর গতিতে বাইক চালানোর পরামর্শ দেয়।এরপর সে দুরন্ত গতিতে মুড়াস্থী এলাকায় এক সাইকেল আরোহীকে সজোরে গিয়ে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন।স্থানীয়দের দাবি,বাইক আরোহীর মাথায় কোনও হেলমেট ছিল না।মদ্যপ অবস্থায় অত্যন্ত গতির কারণে মৃত্যু হয় যুবকের।অন্যদিকে সাইকেল আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।