শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Biman Bose: তৃণমূল সরকার টাকার বিমিনয়ে চাকুরী চুরি করেছে বললেন বিমান বসু

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, কলকাতা

Biman Bose: তৃণমূল সরকার টাকার বিমিনয়ে চাকুরী চুরি করেছে বললেন বিমান বসু তৃণমূল সরকার টাকার বিনিময়ে চাকুরী চুরি করেছে। সেই চুরি শিক্ষা ক্ষেত্রেও ছড়িয়েছে। শুক্রবার চাকুরী প্রার্থীদের ধর্ণা মঞ্চে গিয়ে এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রসঙ্গত, কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে চাকুরী প্রার্থীদের ধর্ণা ৬০০ দিনে পড়ল। এদিন ধর্ণা মঞ্চে বিমান বসু ছাড়াও হাজির ছিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, কান্তি গাঙ্গুলি-সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিমান বসু বলেন, পরীক্ষা পাশ করা সত্ত্বেও, চাকুরী মেলেনি। ভাবী শিক্ষক-শিক্ষিকারা স্কুলের বদলে ধর্ণা মঞ্চে বসে ৬০০ দিন কাটিয়ে দিলেন। তাদের আন্দোলনের পাশে থাকার আশ্বাস দিলেন উপস্থিত বাম নেতৃত্ব। অপরদিকে আন্দোলনের নেতা সুদীপ মন্ডল বলেন, ৬০০ দিন অতিক্রান্ত হবার পরও হুঁশ ফিরলো না তৃণমূল সরকারের। প্রয়োজনে এবার তারা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।