মঙ্গলবার সিউড়ি থেকে হাওড়া যাওয়ার হুল এক্সপ্রেসের সময়ে পরিবর্তন করল ভারতীয় রেল। এদিন ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, লাইনে কাজ চলার কারণে বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। তবে হুল এক্সপ্রেস আগের মতই চালু রয়েছে। কাজের কথা মাথায় রেখে মঙ্গলবার এই ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেখানে এই ট্রেনটি দুপুর ১টা ৪০ মিনিটে সিউড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সেই জায়গায় এদিন ট্রেনটি ছাড়বে তিনটে চল্লিশ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে দু ঘন্টা দেরিতে ছাড়বে ট্রেনটি।
Siuri Birbhum: মঙ্গলবার সিউড়ি থেকে হাওড়া যাওয়ার হুল এক্সপ্রেসের সময় পরিবর্তন করল ভারতীয় রেল
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper