মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশকে আরও সক্রিয় হতে হবে এমনই বার্তা দিয়েছিলেন গতকাল। এর পরেই পুলিশ প্রশাসন বীরভূম জেলায় যথেষ্ট সক্রিয়তার সঙ্গে মাটি চুরি করার পর পাচার হওয়ার সময়ই রামপুরহাট থানার পুলিশ বাজেয়াপ্ত করল তিনটি ডাম্পার। ওই তিনটি ডাম্পার এর মধ্যেই ছিল মোরাম। মোরাম বোঝাই তিনটি ডাম্পার রামপুরহাট থানার খরবোনা পাওয়ার হাউসের কাছে পুলিশ যেখানে চেকিং করছিল সেই সময়ই ওই তিনটি ডাম্পার কে আটক করে রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে ওই তিনটি ডামপাড়ে করে মোরাম রামপুরহাটে ঢুকছিল। ওই তিনটি গাড়ির বৈধ কোন কাগজপত্র না থাকার কারণে বাজেয়াপ্ত করা হয় তিনটি ডাম্পার এবং তিনজন চালককে। আনুমানিক প্রায় 40 টন মোরাম বোঝাই ছিল ওই গাড়িগুলিতে। এরপরই ওই গাড়িগুলির চালক হাফিজুল সেখ যার বাড়ি বহরমপুর থানা এলাকায়। হেলাল উদ্দিন শেখ এবং ইমাম সিদ্দিকী এই দুজন মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা ।এই তিনজনকেই রামপুরহাট থানার পুলিশ গ্রেফতার করে। আজ অর্থাৎ মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে বিচারপতির সামনে হাজির করা হবে।
Birbhum: প্রায়ই ৪০ টন মোরাম পাচার রুখে দিল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper