দিন কয়েক আগেই সিউড়ির বাস স্ট্যান্ড থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজ যাওয়ার রাস্তায় পাইকপাড়াতে ড্রেনের উপর যে সকল দোকানদার করা হয়েছিল তা উচ্ছেদ করা হয়। তবে এরপরেও সমস্ত দোকানকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা ওঠেনি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার ফের ওই জায়গায় সিউড়ি পৌরসভার কর্মীদের তরফ থেকে অভিযান চালানো হয় এবং যে সকল দোকানপাট বসেছিল সেগুলিকে তুলে দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং ড্রেনগুলির উপর দোকান করার ফলে তা পরিষ্কার করার কাজে অসুবিধা হচ্ছিল বলে জানানো হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই উচ্ছেদ চালানো হয়।অন্যদিকে যাদের দোকান তুলে দেওয়া হয়েছে তাদের দাবি, একসময় তারা পৌরসভার পারমিশন নিয়েই দোকান করেছিলেন কিন্তু পরে হঠাত করে সেই দোকান তুলে দিতে বলা হয়। তারা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে দোকান করেছিলেন। এখন এই দোকান তুলে দেওয়াই তারা অসুবিধার সম্মুখীন।
Birbhum: বেআইনি দোকান উচ্ছেদ করলো সিউড়ি পৌরসভা
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper