গতকাল সিউড়ি-২ ব্লকের গোবরা গ্রামে সভা করেছিলো বিজেপি। সেখানেই আজ পালটা সভা করল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় গতকাল বিজেপির বৈঠকে যে স্থানীয় বাসিন্দাকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কাছে অভিযোগ জানাতে দেখা গিয়েছিলো আজ তাকেই দেখা গেলো তৃণমূলের সভায় প্রথম সারিতে বসে থাকতে। আর তা নিয়েই শুরু হয়েছে চাপান উতোর। বিজেপির দাবি তৃণমূল ভয় দেখিয়ে গ্রামের লোকজনকে তৃণমূলের সভায় যেতে বাধ্য করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পরেছে বিজেপি। আর তারপরই তৃণমূলও এক ইঞ্চি জমি বিজেপিকে ছাড়তে রাজি নয়। তাই বিজেপি যেখানে সভা করবে পালটা তৃণমূল সভা করবে বলে জানিয়েছে তৃণমূল।
Birbhum: তৃণমূলের সভা সিউড়িতে
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper