রাজ্যে নিয়োগ দূর্নীতিতে জড়িত তৃণমূলের নেতা মন্ত্রী সহ সকলের শাস্তির দাবিতে সোমবার (BJP) বিজেপির কোচবিহার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় মিছিল ও জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি। বিজেপি সূত্রে জানা গিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই আন্দোলনকে শহর থেকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেবার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিজেপির (BJP)কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান নিয়োগ দূর্নীতিতে জড়িতরা গ্রেপ্তার হচ্ছে, উদ্ধার হচ্ছে টাকা তা সত্বেও ওদের বড়ো গলা,এর বিরুদ্ধেই বিজেপির মিছিল ও বিক্ষোভ কর্মসূচি।
দূর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতেই আন্দোলন – বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে
পাশাপাশি কোচবিহার দক্ষিণ কেন্দ্রের (BJP) বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানান রাজ্যের শাসকদল তৃণমুল কেন্দ্রীয় প্রকল্পের নাম পালটে দিয়ে নিজেদের নামে চালাচ্ছে, চাকরির নামে কোটি কোটি টাকার দূর্নীতি করছে। এই দূর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতেই আন্দোলন।
বিজেপি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে – তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন
অপরদিকে তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন বিজেপির এই আন্দোলন কে গুরুত্ব না দিয়ে জানান বিজেপি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। বিজেপি আগে সেসবের জবাব দিক। পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দূর্নীতি নিয়ে ব্যপক প্রচারের যে কৌশল বিজেপি নিয়েছে তা যদি গ্রাম গঞ্জে ছড়িয়ে দিতে পারে তবে পঞ্চায়েত নির্বাচনে সেটাই হবে বড়ো হাতিয়ার বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper