পৌর নিগমের ডি লিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে হাওড়া সদর বিজেপি। গোটা প্রক্রিয়াতে অনেক অসংগতি ও বেআইনি প্রক্রিয়া রয়েছে বলে দলের তরফে চিঠিও জমা দেওয়া হয়েছে ইতিমধ্যে বলে জানান বিজেপির হাওড়া সদর সভাপতি মনিময় ভট্টাচার্য্য। তিনি আরও অভিযোগ করেন যেখানে বর্তমান হাওড়া পৌর নিগমের সীমানা শুরু হয়েছে বালি খাল থেকে। সেখানে বালির ১৬ টি ওয়ার্ডেকে ছাড়াই এই ডি লিমিটেশনের প্রক্রিয়া চালু করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এই ওয়ার্ডেগুলোকে কিভাবে ব্যবহার করা হবে তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে জেলা শাসকের থেকে। তিনি আরও জানান তাঁদের অভিযোগের প্রেক্ষিতে উচ্চ আদালত তাঁদের আর্জি গ্রহণ করেছেন। সেখানে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এই ডি লিমিটেশন প্রক্রিয়া নিয়ে। তিনি আশা রাখেন উচ্চ আদালত এর সঠিক বিচার করবেন। তিনি শাসক দল ও জেলা প্রশাসনের বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ তুলে জানান হাওড়াবাসীর সমস্যার স্থায়ী সমাধানের জন্য নির্বাচনী প্রক্রিয়া আইন মেনে হোক সেটাই তাঁরা চান। সমস্ত প্রক্রিয়া আইনানুগ হয়ে নির্বাচনে যেতে তাঁরা প্রস্তুত বলেই দাবি করেন বিজেপি সভাপতি।
BJP Howrah: আইন মেনে ডি লিমিটেশন প্রক্রিয়া হোক দাবীকে সামনে রেখে আদালতে মামলা বিজেপির
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper