শুক্রবার জলপাইগুড়িতে (BJP) বিজেপির ডাকা বনধের প্রভাব মোটামুটি সফল, তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। (BJP)উল্লেখ কালিয়াঞ্জের ধর্ষণ কান্ড ও পরে পুলিশের গুলিতে নিহত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু, রাজ্যসরকারের নৈরাজ্য ও অন্যায় অত্যার ও পুলিশি হয়রানির বিরুদ্ধে স্বর্তস্ফুর্ত বনধ ডেকে বিজেপি উত্তরবঙ্গ জুড়ে! জলপাইগুড়িতে বনধের চেহারা ধরা পড়ল।
জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী কর্মকর্তাদের নিয়ে চষে বেড়ালেন পুরো শহর। দুএকটু দোকান খোলার চেষ্টা করে তা বন্ধ করার অনুরোধ বাপিবাবুরা। দুপরে সাংবাদিক বৈঠক সারেন বাপিবাবু জেলা কার্যালয়ে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনেন যুবতৃনমূল নেতা সৈকত চ্যাটার্জীর বিরুদ্ধে! জেলা পুলিশসুপারকে লেখা একটি মৃত অপর্ণা ভট্টাচার্যের একটি চিঠিও প্রকাশ করেন ” অভিযোগ সৈকতবাবু শিশু পাচার, গরুচোর ইত্যাদি কাজের সাথে জড়িত। সকালের দিকে কিছু স্বাভাবিক থাকলেও সময় বাড়ার সাথে সাথে বনধের চেহারা ধরা পড়ে শহর জলপাইগুড়িতে। অন্য জেলার ফুলবাড়ী থেকে ধূপগুড়ি মোড় পর্যন্ত ধর্মঘটিরা রাস্তা বসে পরে। ময়নাগুড়ির ঝাঝাঙ্গি ও চ্যাংরাবান্ধা রোড বন্ধ করার চেষ্টা করে পরে দুয়েক ঘন্টা পরে পুলিশ তাদের সড়িয়ে দেয়। বেশ কিছু জায়গায় বনধ সমর্থনকারিদের পুলিশ গ্রেফতার করে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper