Breaking News

BJP: কৃষক স্বার্থে বিভিন্ন দাবিতে সহকারী কৃষি অধিকর্তাকে ডেপুটেশন বিজেপি কিষান মোর্চার

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

কৃষকদের স্বার্থে ডেপুটেশন

BJP: কৃষক স্বার্থে বিভিন্ন দাবিতে সহকারী কৃষি অধিকর্তাকে ডেপুটেশন বিজেপি কিষান মোর্চারকৃষকদের স্বার্থে বিভিন্ন দাবিতে ( BJP ) বৃহস্পতিবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সহকারী কৃষি অধিকর্তাকে ডেপুটেশন দিল বিজেপির তিন নম্বর মন্ডল কিষান মোর্চা। কিষাণ মোর্চার আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি অখিল বিশ্বাস জানান ফসলের ন্যায্য মূল্য না পেয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় কৃষকরা আত্মহত্যা করছেন।

ডেপুটেশন কিষান মোর্চা মোর্চার 

( BJP )কৃষকদের আত্মহত্যার প্রতিবাদ জানিয়ে এদিন যেসব দাবিতে তারা ডেপুটেশন দিয়েছেন সেগুলি হলো কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসলের উপযুক্ত সরকারি সহায়ক মূল্য প্রদান, সারের কালোবাজারি বন্ধ করা রাজ্যের হিমঘর গুলিতে আলু রাখার জন্য প্রকৃত কৃষকদের বেশী করে বন্ড প্রদান।

উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, দলের জেলা সম্পাদক সুনিল মাহাতো,  কিষান মোর্চার আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি অখিল বিশ্বাস, তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া সহ অন্যান্য কার্যকর্তাগন।সহ কৃষি অধিকর্তা ডেপুটেশন গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।