বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে লড়াই জারি থাকবে। গত ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে আহত বিজেপি কার্যকর্তাদের দেখতে খোলামেলা এমনটাই বললেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে। নবান্ন অভিযানে গিয়ে পানিহাটি, খড়দা, দমদম ও উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের আহত কার্যকর্তাদের দেখতে রবিবার এলেন আসেন বাংলার পর্যবেক্ষক মঙ্গল পান্ডে। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সী। মঙ্গল পান্ডের অভিযোগ, নবান্ন অভিযানে পুলিশ দলীয় কর্মীদের ওপর বর্বরোচিতভাবে লাঠি দিয়ে আঘাত করেছে। যা একপ্রকার গণতন্ত্রের ওপর হামলার সমান। নবান্ন অভিযান ভেস্তে দিতে পুলিশ ইলেকট্রিক শক লাঠি ব্যবহার করার অভিযোগ উঠেছে। যারা ওই লাঠি ব্যবহার করেছিল, সেইসকল পুলিশ অফিসারদের বিরুদ্ধে হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Mangal Pandey: গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে লড়াই জারি থাকবে বললেন বিজেপি নেতা মঙ্গল পান্ডে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর