Breaking News

BJP: ময়নাগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

BJP: ময়নাগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপিরবুধবার জলপাইগুড়ির (BJP) ময়নাগুড়ি ভোটপট্টিতে প্রতিবাদ মিছিল করল বিজেপি, নেতৃত্বে জেলা সভাপতি বাপি গোস্বামী। উল্লেখ রায়গঞ্জের রাজবংশী নাবালিকার নৃশংস ধর্ষন ও হত্যা, পুলিশের গুলিতে ৩৩ বছর বয়সী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের হত্যা,বিজেপির অভিযোগ জলপাইগুড়ি শহরের ভট্টাচার্য্য দম্পতির আত্ম হত্যার প্ররোচনায় যুব তৃনমূল সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের প্রতিবাদ বিজেপি পথ মিছিল। উপস্থিত ছিলেন বাপি গোস্বামী, সুজাতা রায় বর্মা, ময়নাগুড়ি দক্ষিন মন্ডলের সভাপতি সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।