দক্ষিণ দিনাজপুরে (BJP) আদিবাসী মা বোনেদের উপর তৃণমূল জুলুম করেছে এই অভিযোগে সোমবার সন্ধ্যায় কুমারগ্রাম ব্লকের বারোবিশা ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী সমর্থকরা। (BJP) বারোবিশা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভকারীদের নেতৃত্ব দেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস, বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া। কামাখ্যাগুড়িতে নেতৃত্ব দেন বিজেপির ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো। বিপ্লব দাস বলেন দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে চারজন আদিবাসী মহিলা তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরদিন তৃণমূল নেতৃত্বের চাপে পড়ে তারা ফের তৃণমূলে ফিরে আসেন। তৃণমূলের নেতারা তাদের এই ফিরে আসার জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ এক কিলোমিটার নাক খত দিতে বাধ্য করেন। আদিবাসী মহিলাদের প্রতি এই অত্যাচারের প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ।
BJP Alipurduar: দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মা বোনেদের উপর তৃণমূলী জুলুমের প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper