পঞ্চায়েত নির্বাচনের (Alipurduar) প্রচারের একেবারে শেষ লগ্নে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বামনহাটায় কর্মী সভা করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার এই কর্মী সভায় দিলীপ ঘোষ কর্মীদের বলেন দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য দলের সর্বস্তরের কর্মীদের তৎপর হতে হবে। সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরতে হবে তৃণমূলের দূর্নীতির কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে সমীহ আদায় করে নিচ্ছে একথাও প্রচারে রাখতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উজ্জিবীত বিজেপির আলিপুরদুয়ার এক নম্বর ব্লক কমিটি এই কর্মীসভার উদ্যোক্তা। উপস্থিত ছিলেন দলের আলিপুরদুয়ার জেলা ও ব্লক নেতৃত্ব।
Dilip Ghosh Alipurduar: বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কর্মীসভা আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper