শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Suvendu Adhikari BJP: গোপীবল্লভপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ঝাড়গ্রাম

Suvendu Adhikari BJP: গোপীবল্লভপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে শুভেন্দু অধিকারীজুলাইয়ে মাসের প্রথমেই ২৩শের (BJP) পঞ্চায়েত ভোট এ রাজ্যে । বিভিন্ন জেলায় ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের শাসক থেকে বিরোধী দল কেউই (BJP)।২০২৩ এর পঞ্চায়েত ভোটকে  সামনে রেখে ২৪শের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে বদ্ধ পরিকর অন্যান্য দলের মতোই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ও। পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা থেকে প্রচার সবেতেই নজর কেড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ।আজ সকালে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় ।এদিন রাজ্যের বিরোধী দলনেতা গোপীবল্লভপুরের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থীদের নিয়ে । এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে প্রচারে পেয়ে খুশি ও জয়ের বিষয়ে আশাবাদী জেলা নেতৃবৃন্দ থেকে শুরু করে বিজেপি প্রার্থী সমর্থক সকলেই ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।