Breaking News

BJP: বিজেপি তপশিলি মোর্চার ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

BJP: বিজেপি তপশিলি মোর্চার ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচিবৃহস্পতিবার (BJP) রাজ্য জুড়ে থানায় থানায় প্রতিবাদ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপির তপশিলি মোর্চা। উল্লেখ গত কাল রাতে কালিয়াগঞ্জে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটে। রাজবংশী সমাজের বছর ৩৩এর তরতাজা মৃত্যুঞ্জয় বর্মণ নামে এক যুবক পুলিশের গুলিতে মৃত্যু হয় বলে অভিযোগ।মৃত্যুঞ্জয় ও ধর্ষনকান্ড নিয়ে বিজেপি আগামীকাল শুক্রবার “উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধ ডেকেছে। মৃত্যু্ঞ্জয় বর্মণের হত্যাকারী পুলিশের শাস্তির দাবিতে এদিন ময়নাগুড়ি থানায় জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি তপশিলি মোর্চা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।