রবিবাসরীয় সকালে ব্যাট হাতে অন্য ভূমিকায় দেখা গেলো রাজ্য বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন কে । এদিন বসিরহাটে বিজেপি যুব মোর্চার সাংগঠনিক জেলার উদ্যোগে একদিবসীয় বিধানসভা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। সেখানেই দেখা গেলো ব্যাট হাতে “লে ছক্কা” মারার ভূমিকায় ডাঃ ইন্দ্রনীল খাঁন কে। টুর্নামেন্ট উদ্বোধন করার পাশাপাশি হঠাৎ ই তিনি নিজেই মাঠে নেমে ব্যাটিং এ দাপট দেখাতে শুরু করেন । তবে এদিন তাকে ক্রিকেটারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখে আনন্দিত উৎসাহিত বিজেপি যুব মোর্চার কর্মী থেকে খেলা দেখতে আশা জনগন ।
Dr. Indranil Khan: ব্যাট হাতে অন্য ভূমিকায় বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, বসিরহাট
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper