নিউ জলপাইগুড়ি (BJP)স্টেশনে শনিবার সদস্যতা অভিযান শুরু করলো বিজেপি। এদিন বিজেপির ছয় নম্বর মন্ডল কমিটি ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্যরা এই অভিযানে সামিল হন। শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরিজিত দাস জানান সারা দেশে অমৃত ভারত প্রকল্পে থাকা রেল স্টেশন গুলিতে সদস্যতা অভিযান শনিবার থেকে শুরু হয়েছে, চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত। নিউ জলপাইগুড়ি স্টেশনটি অমৃত ভারত প্রকল্পে থাকায় এই স্টেশনে সারা দেশের সাথে এদিন সদস্যতা অভিযান শুরু করা হলো। তিনি আরও জানান এদিন অনেকেই স্বতঃস্ফূর্ত ভাবে অনেকেই সদস্যতা অভিযানে সামিল হয়ে সদস্যপদ গ্রহন করেন আবার অনেককে প্রস্তাব দেওয়ায় সদস্যপদ গ্রহন করেন। এই স্টেশনেও পনেরো তারিখ পর্যন্ত সদস্যতা অভিযান চলবে।
BJYM-BJP siliguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে সদস্যতা অভিযান বিজেপির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি