আজ তেইশে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস । একই সাথে বেলুড় মঠের প্রথম দিকের সন্ন্যাসী শ্রী শ্রী মহাপুরুষ রামকৃষ্ণ দেবের আশীর্বাদ ধন্য ভক্ত, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্ম তিথিও আজ। তাই এই উপলক্ষে বেলুড় মঠে অন্যান্য মহারাজদের জন্মতিথিতে যেমন পূজা অর্চনা হয় সকাল থেকে তেমনি পুজো হচ্ছে একসাথে পালিত হচ্ছে নেতাজির জন্ম দিবস উৎসব তাকে কেন্দ্র করে বেলুড় মঠে চোখে পড়লো আজ ভক্তদের উচ্ছাস উদ্দীপনা । একই সাথে সাধারণ ভক্তদের জন্য ভোগের ও আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে আজ বেলুরমঠ চত্বর হয়ে উঠেছে আনন্দমুখর যেমন ভক্তদের সমাগম তেমনি ছুটি কাটাতে বেলুড় মঠে আসছেন অগণিত মানুষ এসে উভয়েরই স্বাদ গ্রহণ করছে চেটেপুটে পাশাপাশি দেখা গেল এই দুই উৎসব কে কেন্দ্র করে বেলুড় মঠ চত্বরে চারিদিকে যেমন বসেছে দোকানপাট তেমনি একটা মেলার পরিবেশ তৈরি হয়েছে এই উৎসব যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ থাকে তারই জন্য বালি থানার পুলিশকর্মীরা সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেছেন বেলুড় মঠকে ঘিরে।
Belur Math: শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ ধন্য স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্ম দিবস পালিত হল বেলুড়মঠে নেতাজির ১২৬ তম জন্ম দিবসে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া