বলিউড অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi) আর কয়েক মাস বাদে ৩৭ বছরে পা রাখবেন ।বিয়ে নিয়ে তাঁর পরিকল্পনার বিষয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী । (Huma Qureshi)শুধু তাই নয়, সম্প্রতি হুমাকে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের ফ্যাশন সপ্তাহে। এ নিয়ে অনুরাগীদের মধ্যে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। তবে অভিনেত্রী সাফ জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই এবং সঠিক ব্যক্তির জন্য অপেক্ষা করবেন এবং তার পরে বিয়ে করবেন। তিনি জানান “আমি বিয়ে তখন করব, যখন আমি কারও প্রেমে পড়ব। যখন আমার সেই ব্যক্তির সঙ্গে দেখা হবে বুঝব সেটিই সঠিক সময়। কবে বিয়ে করব— এমন প্রশ্ন করে আমাকে বিব্রত না করার জন্য অনুরোধ করছি।”
তিনি বলেন, “আমি বিয়ে করার চাপও অনুভব করি না। অন্যরা চাপ অনুভব করে, যার কারণে বিয়ে করে নিচ্ছে।” পরিষ্কার জবাব হুমার।
তবে কানাঘুসো শোনা যায়, বলিউডের চিত্রনাট্যকার মুদস্সর আজিজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হুমার। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর গত বছর দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল সিশাল মিডিয়াতে। এদিকে মুদস্সরের সঙ্গে সম্পর্ক ছিল সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনেরও।
বর্তমানে হুমা নিজের কেরিয়ার নিয়ে মেতে আছেন। তাঁর আগামী প্রজেক্টগুলোর বিষয়ে যদিও এখনই নায়িকা কিছু ভেঙে বলতে না চাইলেও তাঁর ভক্তরা হুমার নতুন কাজের জন্য অধীর অপেক্ষায় আছে।
Tags Huma Qureshi