আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।(Parineeti Chopra) রবিবাসরীয় দুপুরেই এক হবে রাঘব-পরিণীতির চার হাত। (Parineeti Chopra) অবশ্য তার আগেই উদয়পুরে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে সুফি নাইটের পর শুক্রবার উদয়পুর লীলা প্যালেসে হয়ে গেল মেহেন্দি অনুষ্ঠান। দুই তারকার বিয়ে নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের অন্ত নেই। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হল এদিন। আর আসর জমল হিট পাঞ্জাবি গানে। সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করলেন রাঘব-পরিণীতি। চোপড়া পরিবারের হবু জামাই হবু স্ত্রীর সঙ্গে আদুরে ছবির জন্য পোজও দিয়েছেন। বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্মকুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে। শনিবার সন্ধেয় নয়ের দশকের বলিউডি গানে মাতবে আসঙ্গীতের আসর। তবে তারকা দিদি প্রিয়াঙ্কা কি আসছেন? এটাই এখন সবথেকে বড় কৌতূহল।
Parineeti Chopra: পাঞ্জাবি গানে গায়ে হলুদের আসর মাতালেন রাঘব-পরিণীতি, বিয়ে জমজমাট
রিপোর্ট : নিউজ ডেস্ক , এই যুগ,
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper