শ্রীদেবী কন্যা (Bollywood) খুশি কাপুরের প্রেমের গুঞ্জনে উত্তাল বলিউড। শোনা যাচ্ছে এক তারকাকে মন দিয়েছেন বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা। (Bollywood) এপি ঢিলোঁর সঙ্গে প্রেম করছেন খুশি।ভুলেও ভাববেন না প্রেম এক তরফা। এপিও প্রেমে পড়েছেন খুশির। সদ্য, এপি তাঁর গানে খুশির নাম উল্লেখ করেছেন। একটি গানে সে যা লিখেছে, তার অনুবাদ করলে দেখায়, ‘তুমি হাসলে তোমাকে একদম খুশি কাপুরের মতো দেখায়।’ এরপরই জোড়ালো হয়েছে তাদের প্রেমের গুঞ্জন। তবে, সত্যিই তারা সম্পর্কে আছেন কি না, তা নিয়ে এরা মুখ খোলেননি।
এদিকে শীঘ্রই মুক্তি পাবে দ্য আর্চিস। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন খুশি কাপুর। ছবিতে খুশি ছাড়াও থাকছেন সুহানা খান। সঙ্গে থাকছেন একাধিক স্টার কিড। নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য আর্চিস। ছবির মুখ্য ভুমিকায় আছেন অমিতাভ বচ্চনের নাকি অগস্ত্য নন্দা, শাহরুখ কন্য সুহানা, বনি কাপুর কন্যা খুশি কাপুর। জোয়া আখতার পরিচালনা করছেন দ্য আর্চিস। আর্চির চরিত্রে রয়েছে অগস্ত্য। বেটির ভূমিকায় খুশি কাপুর। ভেরোনিকার ভূমিকা সুহানা খান। কয়েকদিন আগে সাইফ পুত্র ইব্রাহিম এর প্রেমের গুঞ্জনে তোলপাড় হয়েছিল বলিপাড়া। এবার শ্রী কন্যার প্রেমের খবরে আলোড়ন পড়েগেছে সিনে জগতে। কেরিয়ার শুরুর আগেই তাই খবরের শিরোনামে খুশি।