“ভাষা শিখবো বই লিখবো ” স্লোগান কে (Book fair) সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হলো দশম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা।(Book fair) ফালাকাটা টাউন ক্লাব ময়দানে আয়োজিত এই বই মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। উদ্বোধন এর আগে ফালাকাটার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাধারন মানুষের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলাশাসক আর বিমলা, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, এসজেডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান বাবলু কর,জেলা পরিষদ সদস্য গঙ্গাপ্রসাদ শর্মা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। জানা গেছে বই মেলা চলবে জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত।
Book fair Alipurduar : শুরু হলো দশম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার