বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

BOOK FAIR ALIPURDUAR : বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হল একাদশ বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

BOOK FAIR ALIPURDUAR : বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হল একাদশ বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে (BOOK) সোমবার সূচনা হলো একাদশ বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলার। সোমবার বইমেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত শভাযাত্রাটি আলিপুরদুয়ার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সহ সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। জেলা বইমেলার যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে সোমবার থেকে বইমেলা শুরু হচ্ছে। সাতদিনের এই মেলায় থাকছে বিভিন্ন বুক স্টলের পাশাপাশি জেলার সাদরি, টোটো, রাভা ভাষা সহ সাতটি ভাষার বইয়ের স্টল। বইমেলা থেকে সোমবার একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগারের উদ্বোধন করা হবে। বই মেলা নিয়ে জেলার বই প্রেমীদের উৎসাহ তুঙ্গে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।