Breaking News

Buffalo siliguri: পাচারের আগেই উদ্ধার সাতাশটি মহিষ ,গ্রেপ্তার তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Buffalo siliguri: পাচারের আগেই উদ্ধার সাতাশটি মহিষ ,গ্রেপ্তার তিনশিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Buffalo) অধীন ফাঁসিদেওয়া থানার পুলিশ বুধবার সকালে নাকা চেকিং এ একটি কন্টেনার ট্রাক থেকে উদ্ধার করে সাতাশটি মহিষ। গ্রেপ্তার করে তিন জনকে। পুলিশ সূত্রে জানা গেছে এদিন পুলিশ থানা এলাকার গোয়ালটুলিতে জাতীয় সড়কে নাকা চেকিং পরিচালনা করছিলো। নাকা চেকিং চালানোর সময় একটি কন্টেনার ট্রাক আটক করে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশীতে কন্টেনার ট্রাক থেকে উদ্ধার হয় সাতাশটি মহিষ। মহিষ গুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় কন্টেনারে থাকা তিনজনকে। তাদের নাম আইজুল আলি, তাহিত আলম ও মহম্মদ আনজার। জানা গেছে এরা মহিষগুলিকে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে ময়নাগুড়ি নিয়ে যাচ্ছিলো। পুলিশ কন্টেনার ট্রাকটিকে বাজেয়াপ্ত করে মহিষগুলিকে খোঁয়াড়ে পাঠায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে বুধবার পুলিশ তাদের শিলিগুড়ি আদালতে পাঠিয়েছে। পুলিশের অনুমান ধৃতরা ময়নাগুড়িতে মহিষগুলিকে পাচার চক্রের হাতে তুলে দিতে ছক কষেছিলো। পাচারকারীরা মহিষগুলিকে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করতো। ধৃতদের সাথে আন্তর্জাতিক পাচারচক্রের যোগ আছে কিনা সেসব বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।