শনিবার কাকভোরে (Elephant attack)একটি বুনো হাতির হানায় আহত হলেন একই পরিবারের চারজন ক্ষতিগ্রস্ত হলো ঐ পরিবারব্র দুটি ঘর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হেমাগুড়ি গ্রামের বাঘমারা এলাকায়। স্থানীয়রা জানান এদিন কাকভোরে একটি বুনো দাঁতাল জংগল থেকে বেরিয়ে বাবলু ওঁরাও এর বাড়িতে হামলা চালায়। সেই সময় বাবলু ও তার পরিবারের আরও তিন সদস্য ঘরেই ছিলেন। বুনো দাঁতাল হাতিটি বাবলুর দুটি ঘর ভেঙ্গে দেয়। হাতির হানায় ঘরে থাকা চার জন আহত হন। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের ঘোড়ামাড়া বিট অফিসে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও আহতদের উদ্ধার করে কুমারগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন বুনো হাতি হানা দিচ্ছে। তাদের দাবি বন দপ্তর নিয়মিত নজরদারির ব্যবস্থা করুক।
Elephant attack: বুনো হাতির হানায় আহত চার ক্ষতিগ্রস্ত দুটি ঘর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার