বক্সা টাইগার রিজার্ভে (Royal Bengal tiger) আবারও বাঘের উপস্থিতি, ক্যামেরায় ধরা পড়ল প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘ বক্সা টাইগার রিজার্ভে ফের বাঘের উপস্থিতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলল। চলতি ক্যামেরা ট্র্যাপিং কর্মসূচির সময় ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছে।উল্লেখ্য, এর আগে বক্সা টাইগার রিজার্ভে বাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল ২০২১ সালের ডিসেম্বর এবং পুনরায় ২০২৩ সালের ডিসেম্বরে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা এদিন জানান বক্সা জঙ্গলে ট্রাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে।
Royal Bengal tiger: বক্সার জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার দেখা গেল
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper