Breaking News

Duare sarkar Alipurduar: দুয়ারে সরকার শিবির পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Duare sarkar Alipurduar: দুয়ারে সরকার শিবির পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসকআজ থেকে রাজ্যে শুরু হয়েছে ষষ্ঠ দফার দুয়ারে (Duare sarkar) সরকার শিবির চলবে এমাসের কুড়ি তারিখ পর্যন্ত। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন বসবে শিবির। আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর ও কামাখ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি শিবির পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার ও জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা

(Duare sarkar) টটপাড়া গ্রাম পঞ্চায়েতে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও চীরঞ্জিত সরকার এবং কামাখ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার সভাধিপতি ও জেলাশাসককে শিবির ঘুড়িয়ে দেখান।

এদিন উভয় শিবিরে দুই ব্লকের বিডিও দের হাতে পাঁচটি করে মোট দশটি মোটরসাইকেল তুলে দেন জেলাশাসক। তিনি জানান ব্লক প্রশাসনের কাজে গতি আনার লক্ষ্যে মোটরসাইকেল প্রদান করা হলো। শিবিরের কাজকর্ম খতিয়ে দেখতেই এই পরিদর্শন কর্মসূচি বলে জানান জেলাশাসক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।