শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Bally Howrah: ডেঙ্গিতে শিশুর মৃত্যু হাওড়ার বালিতে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Bally Howrah: ডেঙ্গিতে শিশুর মৃত্যু হাওড়ার বালিতে গতকাল মন্ত্রী ফিরহাদ হাকিমের বালির রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই ফের ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়া বেলুড় এলাকার জয় বিবি রোডে। এবারে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয় ডেঙ্গিতে। ডেঙ্গি আক্রান্ত ওই শিশুর চিকিৎসার জন্য তাঁকে চলতি মাসের দু তারিখ নাগাদ ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজে। গত রাতে শিশুটির মৃত্যু হয় বলেই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। বালির ওই এলাকায় গত পরশুদিনকেও উনত্রিশ বয়সী এক যুবকের যুবকের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এখনও অব্দি হাওড়া নগর নিগম এলাকাতে ডেঙ্গুতে মোট চারজনের মৃত্যু হল। গতকাল বালি রবীন্দ্র ভবনে ডেঙ্গু নিয়ে বৈঠক করেছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।পাশাপাশি উত্তর হাওড়ার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়াও বালির ও হাওড়ার সংযুক্ত স্থানের মধ্যে ১,৪,৫ ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি মোকাবিলা করার জন্য দুটো ভাগে কাজ করা হচ্ছে বলেই পৌর নিগম সূত্রে জানা যাচ্ছে। একটি পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ ও জঞ্জাল সাফাই বিভাগ। যদিও চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও অব্দি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৮২ জন। যার মধ্যে গত এক সপ্তাহে ১১৩ জন ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। হাওড়া পৌর নিগমের আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে ৩৬% বলেই সূত্রের খবর। যদিও ২০১৯ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর অব্ধি মোট ২৫০০ মানুষ আক্রান্ত হয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।