বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Chowmin: সকালের সুস্বাদু জলখাবার করুন ঘরোয়া চাউমিন-এর সাথে

অন্যান্য চক্রবর্ত্তী, রামরাজাতলা,হাওড়া,পশ্চিমবঙ্গ

উপকরণ: চাওমিন ,পেঁয়াজ,ক্যাপসিকাম ।

পদ্ধতি: চাওমিন গুলোকে ভাল করে নুন জলে দিয়ে সেদ্ধ করে নিন। জল ভালো করে ঝরে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম নাড়ুন ভালো করে ভাজা হয়ে গেলে জল ঝরিয়ে নেওয়া চাউমিন টাকে সব্জি গুলোর সাথে দিয়ে ২-৩ মিনিট মতন নাড়ুন কম আঁচে ২-৩ মিনিট নারবার পরে তুলে নিয়ে তার ওপর ভালো করে সস দিয়ে গরম গরম পরিবেশন করে দিন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।