শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

khela hobe dibos: ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা অনুদান “খেলা হবে দিবসে”

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা

khela hobe dibos: ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা অনুদান "খেলা হবে দিবসে"
ছবি : ফাইল ছবি

এবার ‘খেলা হবে দিবস’ (khela hobe dibos) পালনের জন্য রাজ্যের ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে দেবে ক্রীড়া দফতর। এই টাকা কোন কোন ক্লাবকে দেওয়া হবে, সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত ক্লাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে বা পাবে, খেলা হবে দিবস পালনের জন্য সেই সমস্ত ক্লাবগুলিকেই দেওয়া হবে ১৫ হাজার টাকা। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে। তাদেরও দেওয়া হবে ১৫ হাজার টাকা।

১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের জন্য জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুবসহ সাধারণ মানুষকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ সচিব। তিনি প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে ‘খেলা হবে দিবস’ পালনের পরিকল্পনা তৈরি করতে বলেছেন। রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি কর্পোরেশনেই এই কর্মসূচি রূপায়ণ করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পালিত হবে এই সরকারি কর্মসূচি। সব ক্লাবই ওই দিন ফুটবল-সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গায় খেলা হবে দিবস পালনের অনুষ্ঠানে বিধায়ক,জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে। এ ব্যাপারে গাইড লাইন তৈরি করে দিয়েছে ক্রীড়া দফতর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।