শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

CoochBehar: অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান কোচবিহার জেলা পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান কোচবিহার জেলা পুলিশের পুজোর আবেশ কাটতে না কাটতেই (CoochBehar) কোচবিহার জেলা পুলিশ ফের শুরু করলো অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান। বুধবার কোচবিহার জেলা পুলিশের চিল্কিরহাট থানার পুলিশ ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করে দেয়। তারপর পুলিশ হানা দেয় চান্দামারি গ্রাম পঞ্চায়েত এর রাজপুর গ্রাম লাগোয়া এলাকায়। এই এলাকাতেও পুলিশ প্রচুর পরিমান গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিয়ে নষ্ট করে দেয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান লাগাতার চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।