দেখতে (CoochBehar) একদমই 500 টাকার নোটের মত। ভালো করে খুঁটিয়ে না দেখলে বোঝার উপায় নেই যে নোট গুলি জাল। উনিশ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ। (CoochBehar) গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শীতলকুচি থানার পুলিশ গোলেনাহাটি এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে কমল বর্মনের কাছ থেকে জাল নোটগুলি উদ্ধার হয়।পুলিশ সুপার বৃহস্পতিবার জানান পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া কমল বর্মন গিতালদহের বাসিন্দা আনেছার মিয়ার নাম বলে। এরপর শীতলকুচি থানার পুলিশ আনেছার মিয়াকেও গ্রেফতার করে। আজ অভিযুক্তদের কোর্টে তোলা হলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।তবে এই বিপুল পরিমাণ জাল নোট কিভাবে তাদের কাছে আসলো এসব তদন্তের জন্য অভিযুক্তদের পুলিশ রিমান্ড চাইবে বলেও পুলিশ সূত্র জানানো হয়েছে।
CoochBehar: কোচবিহারে জাল নোটসহ গ্রেপ্তার 2
রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper