শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

C. V. Ananda Bose: সন্ত্রস্ত এলাকায় যাবে “মোবাইল রাজভবন” ,কোচবিহার সফরে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

সন্ত্রাস কবলিত (C. V. Ananda Bose) এলাকায় পৌঁছে যাবে “মোবাইল রাজভবন”।(C. V. Ananda Bose) এমনটাই শনিবার কোচবিহার সফরে এসে  বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।(C. V. Ananda Bose) পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। ভাঙ্গর, ক্যানিং এর মতোই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটাও। ইতিমধ্যে দিনহাটাতে একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ।C. V. Ananda Bose: সন্ত্রস্ত এলাকায় যাবে "মোবাইল রাজভবন" ,কোচবিহার সফরে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

তারমধ্যে বিজেপির দুজন কর্মী প্রাণ হারিয়েছে বলেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। সন্ত্রাস করার জন্য তৃণমূল কংগ্রেসের হার্মাদরা বিজেপি কর্মীদের খুন করছে। অভিযোগ অস্বীকার করে গত ২৭ জুন তৃণমূল কর্মীকে গুলিকরে খুন করা হয় বলে বিজেপির বিরুদ্ধে আঙ্গুল তোলে তৃণমূল।তাদের অভিযোগ, ওই দিন আরও ছয় জন তৃণমূল কর্মীকে গুলিবিদ্ধ করা হয়।ওই চাপানউতোর ছাড়াও পঞ্চায়েত ভোটের মুখে বিরোধীদের বাড়ি ঘর ভাঙচুর বোমা বাজি সহ একাধিক বিষয়ে খবরের শিরোনামে স্থান করে নেয় কোচবিহার।

শুক্রবার রাত আনুমানিক ৮:৩৫ মিনিট (C. V. Ananda Bose)নাগাদ কোচবিহারে আসেন রাজ্যপাল। শনিবার সকালে বিরোধী দলের নেতা কর্মীরা তাঁর সাথে কথা বলতে যান। রাজ্যপাল কে তাদের অভিযোগ জানান। বেলা ১১টা নাগাদ তিনি চকচকা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে আক্রান্ত একজনের খোঁজ নিতে যান।তার পরিবারের সাথে কথা বলেন। সেখান থেকে সোজা দিনহাটায় নিহত দুই বিজেপি কর্মীর বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাসের স্ত্রীর দিনহাটা হাসপাতালে কথা বলেন। এরপর দুপুর আনুমানিক ২টা নাগাদ কোচবিহার সার্কিট হাউজে ফিরে আসেন তিনি।

বিকেল ৫টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তিনটি পরামর্শ দিয়ে বলেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী।
বন্ধুক,বোমা ও যারা এলাকায় সন্ত্রাস করছে তোদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি সমস্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পরামর্শ দেন।সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তিনি চোপড়া তে যাবেন কিনা। সেই প্রসঙ্গে তিনি বলেন যে সমস্ত জায়গা থেকে সন্ত্রাসের খবর আসছে সেই সবকটি জায়গাই তিনি ঘুরে দেখবেন।

এখন রাজভবন শুধু কলকাতাতে নয় রাজ্যের যে প্রান্তে সন্ত্রাস হবে সেখানেই যাব। সেটি হবে মোবাইল রাজ ভবন। রাজ ভবনে যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না , সে জায়গায় দাঁড়িয়ে বর্তমানে সাধারণ মানুষ চাইলে রাজ্যপালকে দাঁড় করিয়েও কথা বলতে পারেন বলেও জানালেন তিনি।সূত্রে আজ রাতে তিনি কোচবিহার সার্কিট হাউসে থাকবেন। আগামী কাল তিনি কোচবিহার সফর থেকে ফিরে যাবেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।