কোচবিহার জেলার (CoochBehar) দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দিনহাটা পৌরসভাধীন বুড়িরপাটে কোচবিহার দিনহাটা রাজ্য সড়কের উপর একটি স্বাগত তোরণ নির্মান কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার এই কাজের সূচনা করে উদয়ন গুহ জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে স্বাগত তোরণটি নির্মিত হবে। দিনহাটা শহরের প্রবেশপথে এই তোরন সকলকে স্বাগত জানাবে। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী, পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ সকল কাউন্সিলরগন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।
CoochBehar: কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে স্বাগত তোরণ নির্মান কাজের সূচনা করলেন মন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার