রবিবার (CoochBehar) সকালে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ ।(CoochBehar) তিনি কোচবিহারে এসেই বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মাননীয় রাজ্যপালের থেকে শেখা উচিত রাজ ধর্ম কিভাবে পালন করতে হয়। একই সাথে কোচবিহারের নেতাদের নাম না করে তিনি হুঁশিয়ারি ও দেন। বলেন বেশি বাড়ার ফল কি হয় সেটা অনুব্রত মণ্ডলের পরিবারকে দেখে তৃণমূলের বোঝা উচিত।
যদিও রাজ্যপালের থেকে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করা প্রসঙ্গ নিয়ে ইন্দ্রনীল খাঁ কে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলেন ইন্দ্রনীল খাঁ কে সাজেশন করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিজেপির নেতাদের শেখা উচিত কিভাবে দল পরিচালনা করতে হয়। সরকার পরিচালনা করতে হয়। কিভাবে সারা বছর মানুষের পাশে থাকতে হয়। ধর্ম সম্প্রদায় ভিত্তিক রাজনীতি নয়, মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করা উচিত সেটা বিজেপি পরিচালিত বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ও বাংলার বিজেপি নেতাদের শেখা উচিত। তাহলে আগামী দিনে সেটা তাদের কাজে লাগলেও লাগতে পারে বলেও জানালেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে বিজেপির আসার সম্ভাবনা একেবারেই নেই।