শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

CoochBehar: কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামীযত পঞ্চায়েত নির্বাচনের দিন (CoochBehar) এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা।(CoochBehar)সোমবার রাতে দিনহাটার গিতালদহের কোনামুক্তা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম আজিজুর রহমান নামে ওই তৃণমূল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহারে রেফার করা হয়।গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে কোচবিহারের বেসরকারি নাসিংহোমে দেখতে আসেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। দলীয় কর্মীকে দেখার পর নার্সিংহোম থেকে অভিজিৎ দে ভৌমিক বলেন,এদিন রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন আজিজুর। সে সময় বিজেপির হার্মাদরা তার ওপর আক্রমণ করে ওগুলি চালায় এতেই সে গুরুতর আহত হয়। একই সাথে তিনি বলেন ২০১৮ তে এরাই এমপির আশ্রয়ে ছিল।

বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, গীতালদহে আমরা সবখানে প্রার্থী দিতে পারিনি। সবাই জানে তৃণমূল কংগ্রেস বোম বন্ধুকে রাজনীতি করে আসছে। তাদের সাক্রাই এতদিন সেসব মজুদ করে রেখেছিল। আর এখন সেগুলোই তারা ব্যবহার করছে। আর অযথা ভারতীয় জনতা পার্টির উপর দোষারোপ করছে।কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় কোনামুক্ত মাকা চৌপটির কাছে কয়েকজন দুষ্কৃতী আজিজুল হক ও আরিফ হোসেনের ওপর অতর্কিত হামলা করে। ঘটনায় আজিজুল হকের পায়ে গুলির আঘাত রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।