কোচবিহার ও আই এন টি টি ইউ সি ‘র (inttuc) উদ্যোগে জেলাজুড়ে উদযাপিত হলো মহান মে দিবস।(inttuc) এদিন কোচবিহার স্টেশন চৌপথিতে জেলা আই এন টি টি ইউ সি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে মাল্যদান করে মে দিবস উদযাপন এর সূচনা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা আই এন টি টি ইউ সি সভাপতি পরিমল বর্মন। শহরের দেশবন্ধু মার্কেট এ পতাকা উত্তোলন করে মে দিবস উদযাপন এর সূচনা করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সদর দপ্তরে পতাকা উত্তোলন করে মে দিবসের অনুষ্ঠানের বিষয়ে সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মে দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
inttuc coochbehar: কোচবিহার জেলা আইএনটিটি ইউ সি ‘র উদ্যোগে মে দিবস উদযাপন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper