শনিবার (CoochBehar) দিনভর জনসংযোগ যাত্রা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি তার বিধানসভা এলাকার বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের হেদারহাট গ্রামে জনসংযোগ করেন। মন্ত্রী উদয়ন গুহ জানান এদিন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে তিনি সাধারন মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের সমস্যাবলী সম্পর্কে জানতে চান। সমস্যাগুলি সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহন করা হবে বলে তিনি এলাকাবাসীকে আস্বস্ত করেন। এলাকাবাসী মন্ত্রীকে কাছে পেয়ে তাদের সমস্যাগুলির কথা অকপটে বলেন।
CoochBehar: জন সংযোগ যাত্রায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার