Breaking News

CoochBehar: কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবসপ্রতিবছর মার্চ মাসের (CoochBehar) সাত তারিখ পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই দিনটি উদযাপিত হলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রীট লাগোয়া মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রুগি কল্যান সমিতির সরকার মনোনীত সদস্য অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, মেডিক্যাল কলেজের এম এস ভি পি সহ অন্যান্যরা। অভিজিত দে ভৌমিক জানান বিশ্ব স্বাস্থ্য দিবসে এই মেডিক্যাল কলেজের কৃতী ছাত্র ছাত্রীদের পদক ও পুরস্কার দিয়ে উৎসাহিত করার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য দিবস ও এই মেডিক্যাল কলেজের সপ্তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এবারে বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগান প্রসুতি মায়েদের মৃত্যু হার কমানো ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা। কোচবিহারে ইতিমধ্যেই মাতৃমা প্রকল্পে প্রসূতি মায়েদের চিকিৎসা করে মৃত্যুহার অনেক কমানো সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার আশা এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আরো এগিয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।