কোচবিহার (CoochBehar) জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকুশী বলরামপুর এলাকায় কালজানী নদীর উপর এক কিলোমিটার নদীবাঁধ কাজের সূচনা হলো বুধবার। এদিন নদীবাঁধ নির্মান কাজের সূচনা করেন কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রুগি কল্যান সমিতির চেয়ারম্যান অভিজিত দে ভৌমিক। নদী বাঁধের কাজের সূচনা করে তিনি জানান এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপির সাংসদ ও বিধায়ক রয়েছেন কিন্তু তারা এলাকার জন্য কোনো কাজ করেননি। এলাকায় বাঁধ ভেঙ্গে বিগত কয়েক বছরে কয়েকশো বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ও সেচ দপ্তরের অর্থানুকূল্যে এক কিলোমিটার নদীবাঁধ নির্মান কাজের সূচনা হওয়ায় খুশী এলাকাবাসী জানান তাদের দীর্ঘদিনের দাবি পুরন হতে চলেছে, এবার তারা নদী ভাঙ্গন এর কবল থেকে মুক্ত হবেন। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
CoochBehar: কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে কালজানি নদীতে বাঁধ নির্মান কাজের সূচনা হলো বুধবার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার