শুক্রবার , অক্টোবর 10 2025
Breaking News

CoochBehar: নিত্যানন্দ আশ্রম মন্দিরের চুরি যাওয়া গয়না উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার চার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: নিত্যানন্দ আশ্রম মন্দিরের চুরি যাওয়া গয়না উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার চার কোচবিহার (CoochBehar)কোতোয়ালি থানার অধীন নিত্যানন্দ আশ্রম মন্দির থেকে চলতি মাসের বাইশ তারিখ রাতে চুরি হয়ে যায় প্রতিমার অলংকার। মন্দির কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে শনিবার এক মহিলা সহ মোট চার জনকে আটক করে পুলিশ, তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত অলংকার। ধৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।