কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সীরহাট ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক পদযাত্রা। শনিবার দুপুরে আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিজিৎ দে ভৌমিক জানান এলাকাবাসীকে দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা জানাতেই এই পদযাত্রা।রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই পদযাত্রাকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্ব বলে মনে করছেন।
CoochBehar: দীপাবলী ও ছট পুজোর শুভেচ্ছা জানাতে পদযাত্রা তৃণমূলের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার