Breaking News

CoochBehar: দীপাবলী ও ছট পুজোর শুভেচ্ছা জানাতে পদযাত্রা তৃণমূলের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: দীপাবলী ও ছট পুজোর শুভেচ্ছা জানাতে পদযাত্রা তৃণমূলের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সীরহাট ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক পদযাত্রা। শনিবার দুপুরে আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিজিৎ দে ভৌমিক জানান এলাকাবাসীকে দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা জানাতেই এই পদযাত্রা।রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই পদযাত্রাকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্ব বলে মনে করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।