কোচবিহার জেলার ইন্দো বাংলাদেশ সীমান্তের (CoochBehar) বিভিন্ন এলাকায় কোচবিহার জেলা পুলিশের তুফানগঞ্জ থানার পুলিশ ও বি এস এফ বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে নষ্ট করলো প্রচুর অবৈধ গাঁজা চাষ। পুলিশ ও বি এস এফ কর্মীরা কোথাও গাঁজা গাছ হাতে কেটে আবার কোথাও ট্রাক্টর চালিয়ে গাঁজা গাছ নষ্ট করার পর সেগুলিকে এক জায়গায় জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। জানা গেছে এদিন বিভিন্ন এলাকায় মোট আটচল্লিশ একর জমির অবৈধ গাঁজা চাষনষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে গাঁজা চাষ না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
CoochBehar: প্রচুর অবৈধ গাঁজা চাষ নষ্ট করলো পুলিশ ও বিএসএফ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper