Breaking News

CoochBehar: পুলিশী অভিযানে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার চার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: পুলিশী অভিযানে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার চারকোচবিহার (CoochBehar) জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানার পুলিশ সোমবার রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টোটো থেকে উদ্ধার করে একুশ কেজি সাতশো নব্বই গ্রাম গাঁজা। জানা গেছে সোমবার রাতে কয়েকটি ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে একটি টোটো গাড়ি দেওয়ানহাট থেকে নিউ কোচবিহার রেল স্টেশনে যাচ্ছিলো। গোপন খবরের ভিত্তিতে পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে পুলিশের একটি দল নিউ কোচবিহারের পথে ওভারব্রিজএ টোটোটি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে টোটো থেকে উদ্ধার হয় গাঁজা। গ্রেপ্তার করা হয় টোটোচালক দীপক মোহন্ত সহ তিন জনকে। তিন জনের নাম শিবাশিস শিকদার, নদীয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা, অপর দুজন আবু মোতালেব ও রহিম বাদশা অসমের গৌরিপুরের বাসিন্দা। উল্লেখ্য শিবাশিস শিকদার মাস তিনেক যাবৎ দিনহাটায় ঘর ভাড়া নিয়ে বাস করতো।গাঁজা উদ্ধার সহ গ্রেপ্তার প্রক্রিয়াটি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে অডিও ভিশ্যুয়াল রেকর্ডিং এর মাধ্যমে সম্পন্ন করা হয়। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ গাঁজা পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।