Breaking News

CoochBehar: পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমান গাঁজা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমান গাঁজাকোচবিহার জেলার (CoochBehar) মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি থানা এলাকার ভাঐরথান গ্রাম পঞ্চায়েতের মাঘপালা গ্রামের একটি বাড়িতে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমান গাঁজা। অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক ও অন্যান্যরা। একারনে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানানো হয় বাড়িতে মাটিতে গর্ত করে প্লাস্টিকের বস্তায় মুড়ে গাঁজা রাখা ছিলো। পুলিশ মাটি খুঁড়ে গাঁজার বস্তা উদ্ধার করে। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সমস্ত উদ্ধার পর্বের অডিও ভিস্যুয়াল রেকর্ডিং করা হয়। পুলিশ পলাতকদের খোঁজে তল্লাশী শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।