কোচবিহার শিলিগুড়ি (coochbehar) রুটে চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এ সি বাস পরিষেবা। মঙ্গলবার নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে এই বাস পরিষেবার সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, নিগমের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকগন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান এলাকাবাসীর দাবি ও যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এদিন নিগমের দুটি বাস দিয়ে কোচবিহার শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু করা হলো। বাস দুটি দিনে দুবার এই রুটে প্রতিদিন যাতায়াত করবে। কোচবিহার থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর দুটো চল্লিশ মিনিটে ছাড়বে, অপরদিকে শিলিগুড়ি থেকে সকাল আটটা পঞ্চাশ মিনিট ও বিকাল তিনটে পঞ্চাশ মিনিটে কোচবিহারের উদ্দ্যেশ্যে ছাড়বে। ভাড়া রাখা হয়েছে দুশো কুড়ি টাকা। রাস্তায় পাঁচটি জায়গায় স্টপেজ দেবে এই বাস দুটি। নিগমের আশা এই পরিষেবা লাভদায়ক হবে।
coochbehar: কোচবিহার শিলিগুড়ি রুটে চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এ সি বাস পরিষেবা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper