বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবীতে কোচবিহার জেলার পানিশালায় পদযাত্রা করলো তৃণমূল। কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান কেন্দ্রের বিজেপি সরকার বাঙলাকে ভাগ করার চক্রান্ত করেছে তার প্রতিবাদে এবং সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবীতে তাদের এই পদযাত্রা।
CoochBehar: বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবীতে তৃণমূলের পদযাত্রা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper