কোচবিহার জেলার নিশিগঞ্জ এক ও দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার নিশিগঞ্জ এলাকায় আয়োজিত হলো বিক্ষোভ মিছিল ও সভা। সমস্ত কর্মসূচীতে নেতৃত্ব দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান বিজেপি বঙ্গভঙ্গের যে চক্রান্ত করছে তার প্রতিবাদ জানিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, আলিপুরদুয়ার জেলা আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে এদিন এই মিছিল ও স্থানীয় মদনমোহন বাড়ির মাঠে সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূলের বিক্ষোভ মিছিল কোচবিহারের নিশিগঞ্জে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার