Breaking News

CoochBehar: উদ্ধার তিনশ চুয়ান্ন কেজি গাঁজা, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: উদ্ধার তিনশ চুয়ান্ন কেজি গাঁজা, গ্রেপ্তার এক গোপন সুত্রে (CoochBehar) পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স ও কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বুধবার সকালে কোচবিহার বিমান বন্দর লাগোয়া বাবুরহাট এলাকায় একটি চারচাকার মালবাহী ভ্যান গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ভ্যান গাড়ি থেকে উদ্ধার হয় তিনশ চুয়ান্ন কেজি গাঁজা। পুলিশ ভ্যান গাড়ি সহ গাঁজা এন ডি পিএস বিধির নির্দেশিকা মেনে বাজেয়াপ্ত করে ও চালককে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। স্পেশাল টাস্ক ফোর্স ও কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে এই গাঁজা কিভাবে সংগ্রহ করা হয়েছে ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেসব খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।